বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

মেরুদণ্ডে আঘাত পেয়ে হাসপাতালে হৃত্ত্বিক

করণ জোহরের স্বপ্নের প্রজেক্ট ‘অগ্নিপথ’ রিমেকের মাধ্যমে করণের স্বপ্ন পূরণ করতে গিয়ে বেশ বেগই পেতে হচ্ছে হৃত্ত্বিক রোশানকে। কয়েকদিন আগেই ছবিটির শুটিং করতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। এবারে তিনি ছবিটির শুটিং করতে গিয়ে আঘাত পেলেন মেরুদণ্ডে। এমনকি এ কারণে তাকে হাসপাতালেও যেতে হয়েছে। খবর ওয়ানইন্ডিয়া’র।

ছবির একটি দৃশ্যে ১১০ কেজি ওজনের স্থুলকায় একজন কুস্তিগীরকে ওঠানোর কথা ছিলো হৃত্ত্বিকের। দৃশ্যটি খুবই গুরুত্বপূর্ণ হওয়ায় বডি ডাবল ব্যবহার না করে তিনি নিজেই দৃশ্যটিতে অভিনয় করতে উদ্যত হন। কিন্তু সেটা মোটেও সহজসাধ্য ছিলো না তার জন্য। একপর্যায়ে তিনি মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাকে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, ব্রিচ ক্যান্ডি হাসপাতালের সিনিয়র রেডিওলজিস্ট অনিরুদ্ধ কোহলির কাছে হৃত্তি¡কের শারিরীক অবস্থা সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো রকম তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons