বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১১

পপ কিং-এর ময়নাতদন্তের নগ্ন ছবি ফাঁস

পপ সম্রাট মাইকেল জ্যাকসনের ময়না তদন্তের মৃতদেহের ছবি প্রকাশিত হওয়ায় বিস্ময়ে হতবাক হয়ে গেছেন তার ভক্ত ও পরিবারের সদস্যরা। খবর হিন্দুস্তান টাইমস-এর।

জ্যাকসনকে ‘হত্যার দায়ে’ ডাক্তার কনরাড মুরের বিচারকার্য টেলিভিশনে প্রদর্শনের সময় জ্যাকসনের এই বিভৎস ছবিটি সবার নজরে পড়ে। সেখানে দেখা গেছে, মৃত জ্যাকসন চিৎ হয়ে ময়না তদন্তের টেবিলের উপর শুয়ে আছেন। পপ কিং এর মৃতদেহের পুরোপুরি নগ্ন এমন একটি ছবি জনসমক্ষে প্রকাশিত হওয়ায় যার পর নাই ক্ষুব্ধ ও বিস্মিত হয়েছেন সবাই।

উল্লেখ্য, জ্যাকসনের ময়না তদন্ত করেছিলেন প্যাথলজিস্ট ক্রিস্টোফার রজারস। অতিরিক্ত প্রপোফল সেবনের কারণে জ্যাকসনের মৃত্যু হয়েছে বলেই নিশ্চিত করেছেন তিনি। 



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons