হৃত্ত্বিকের সঙ্গে চুমুর দৃশ্যে আপত্তি করায় ‘কৃশ’ ছবির সিক্যুয়েলে অভিনয়ের সুযোগ হারিয়েছেন জ্যাকুলিন ফার্নান্দেজ। জ্যাকুলিনের বয়ফ্রেন্ড সাজিদ খানই নাকি চুমুতে নিরুৎসাহিত করেছেন তাকে। খবর জিনিউজ-এর।ছবির প্রধান চরিত্র হৃত্ত্বিকের সঙ্গে জ্যাকুলিনের একটি চুমুর দৃশ্য রাখতে চেয়েছিলেন পরিচালক রাকেশ রোশান। কিন্তু জ্যাকুলিন নাকি তাতে রাজী হননি। আর তাতেই রাকেশ রোশন ‘কৃশ’ থেকে সরিয়ে দিয়েছেন জ্যাকুলিনকে।
ফিল্মিস্তান স্টুডিওতে রাকেশ রোশান জ্যাকুলিনের সঙ্গে ছবির বিষয় নিয়ে চুক্তি করতে বসেছিলেন। কিন্তু সে আলোচনাটি ভেস্তে গেছে। অবশ্য দুপক্ষের কেউই স্বীকার করেননি যে ঠিক কি কারণে ‘কৃশ’ থেকে জ্যাকুলিন বাদ পড়েছেন।
এ প্রসঙ্গে রাকেশ রোশান কোনো মন্তব্যই করতে চাননি। কিন্তু জ্যাকুলিনের বিজনেস ম্যানেজার বলেছেন শুটিংয়ের তারিখের ঝামেলার কথা।
অবশ্য থলে থেকে শেষপর্যন্ত বেড়াল বেরিয়েই গেছে। আসল কথাটি হচ্ছে, ‘সমস্যা তারিখ নিয়ে নয়, বয়ফ্রেন্ডের কথামতো হৃত্ত্বিকের সঙ্গে তার চুমু খাওয়াটাই বড়ো সমস্যা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:১৯ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন