রবিবার, ২৩ অক্টোবর, ২০১১

এবার পুনম পাণ্ডের 'বেডরুম সিক্রেট'

একের পর এক উত্তেজক ভিডিও ছেড়ে ইন্টারনেটে শোড়গোল ফেলে দিচ্ছেন বলিউডি মডেল পুনম পাণ্ডে। নিজের দ্বিতীয় উত্তেজক ভিডিও ‘মিরর অ্যাক্ট’ ইউটিউব নিষিদ্ধ ঘোষণা করার পরও আরেকটি ভিডিও প্রকাশ করেছেন তিনি; এতে তার নিজের শোবার ঘরের কিছু দৃশ্য ধারণ করেছেন তিনি। খবর ওয়ানইন্ডিয়ার।

নিজের এই তৃতীয় কীর্তি নিয়ে দারুণ উচ্ছ্বসিত পুনম। এটিকে তিনি ভারতীয় ক্রিকেটারদের উৎসর্গ করেছেন। এটি সম্পর্কে তিনি টুইট করেছেন, ‘মেন ইন ব্লুজদেরকে উৎসর্গ করা আমার ‘বেডরুম সিক্রেট’- এর ট্রেইলারটি দেখুন www.poonampandey.co.in ঠিকানায়।’

এদিকে, বড় পর্দায় এবং ছোট পর্দার রিয়েলিটি শো’তে অংশ নেওয়ার খায়েশ থেকেই নিজের এসব উত্তেজক ভিডিও ছাড়ছেন পুনম- মিডিয়াতে এমন খবর চাউর হওয়ায় বেজায় চটেছেন পুনম।

এ প্রসঙ্গে টুইটার বার্তায় পুনম লিখেছেন, ‘যারা মনে করছেন, এসব আমি করছি স্রেফ বলিউডি ছবি আর রিয়েলিটি শো’র প্রস্তাব পাওয়ার জন্য, তাদের অবগতির জন্য জানাচ্ছি, এরই মধ্যে আমি ১৬টি বলিউডি ছবি এবং কয়েকটি রিয়েলিটি শোয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছি। আমার স্বপ্ন এসবের চেয়ে আরও বড় কিছুকে ছোঁবার।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons