টিন পপ তারকা জাস্টিন বিবার একটি চলচ্চিত্রের স্ক্রিপ্ট লেখা শুরু করেছেন। ছবিটির কাজ শুরু হবে আগামী বছর ২০১২ এর গ্রীষ্মকালে। খবর এমটিভি অনলাইনের।গত বছর ১৭ বছর বয়সী এ কণ্ঠশিল্পীর ‘জাস্টিন বিবার: নেভার সে নেভার’ শিরোনামের প্রামাণ্যচিত্র প্রকাশিত হয়েছিলো। এরপর থেকেই তিনি বড়পর্দায় কাজ করতে উৎসাহী হয়ে উঠেন।
বিবার পরিকল্পনা করছেন, ক্রিসমাস রেকর্ড শেষ করেই বড়পর্দার কাজ শুরু করবেন।
উল্লেখ্য, বিবার গত বছর ‘সিএসআই: ক্রাইম স্কিন ইনভেসটিগেশন’ শিরোনামের টিভি সিরিজে অভিনয় করেন। এর পরপরই অভিনয়ে তার আগ্রহ দেখা দেয়।
এ প্রসঙ্গে বিবার বলেছেন, ‘আমি অবশ্যই আরো বেশি অভিনয় করতে চাই। এবং অভিনয়ে আমার ক্যারিয়ার গড়তে চাই। অভিনয়কে আমি ভালোবেসে ফেলেছি।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:১৬ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন