শাহরুখ খানের স্বপ্নের ছবি ‘রা ডট ওয়ান’ মুক্তির আগেই এর স্বত্ব দাবি করে আদালতের স্মরণাপন্ন হয়েছেন টেলিভিশন প্রযোজক এবং লেখক যশ পাটনায়েক। যশ মুম্বাই হাইকোর্টের কাছে নিজেকে ছবিটির মূল পরিকল্পনাকারী এবং এর কন্টেন্ট সরবরাহকারী হিসাবে দাবী করেছেন। যশের দাবীর প্রেক্ষিতে আদালত ছবি মুক্তির আগেই ১ কোটি ভারতীয় টাকা জমা দেয়ার নির্দেশ দিয়েছেন সিনেমাটির প্রযোজক শাহরুখ খানকে। খবর প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার।আসছে দিওয়ালী বা দীপাবলী উৎসবে ভক্তদের জন্য উপহার এই ছবির সুপার হিরোর ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ, পাশাপাশি ছবিটি প্রযোজনা করছে শাহরুখ-এর মালিকানাধীন প্রতিষ্ঠান রেড চিলিস এন্টারটেইনমেন্ট এবং ইরোজ এন্টারটেইনমেন্ট।
গতকাল শুক্রবার দিল্লির উচ্চ আদালতে এ বিষয়ে শুনানি শেষে ডিভিশনের প্রধান বিচারক মোহিত শাহ এবং বিচারক রোশান দালভি ‘রা ডট ওয়ান’ ছবিটি মুক্তি দেওয়ার আগে বিবাদীকে পে-অর্ডারের মাধ্যমে আদালতের কাছে ১ কোটি ভারতীয় টাকা জমা করার নির্দেশ দিয়েছেন।
কোর্ট তার নির্দেশে আরো বলেছেন, ‘যদি বিবাদী আজকের মধ্যে এই ১ কোটি ভারতীয় টাকা জমা না করেন সেক্ষেত্রে ছবিটি প্রদর্শনের অনুমতি বাতিলের জন্য আদালত যথাযথ ব্যবস্থা নেবে।’
বেঞ্চ এ প্রসঙ্গে বলেছেন, ‘অন্যের ধারণা নিয়ে ছবি বানানো এবং তা স্বীকার না করা ফিল্ম ইন্ডাস্ট্র্রির জন্য খুবই বাজে বিষয় এবং এটা দুর্ভাগ্যজনকও বটে।’
শাহরুখ খান, কারিনা কাপুর এবং অর্জুন রাম পাল অভিনীত ছবিটি আগামী ২৬ অক্টোবর ভারতে মুক্তি পাবার কথা। এর আগে এই ধরনের আইনি ঝামেলায় পড়ার বিষয়টি খোদ শাহরুখের জন্য বিব্রতকর বটে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১০:১১ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন