সোমবার, ১০ অক্টোবর, ২০১১

হলিউডে শীর্ষ আয়ের নারী উইনফ্রে

হলিউডের টক শো সম্রাজ্ঞীখ্যাত অপেরা উইনফ্রে এবারে নির্বাচিত হলেন সবচেয়ে বেশি উপার্জনকারী নারী হিসেবে। ফোর্বস ম্যাগাজিনের এক জরিপে তিনি পেছনে ফেলেছেন লেডি গাগা, টেইলর সুইফটের মতো তারকাকে। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।

২৯০ মিলিয়ন মার্কিন ডলার আয় করায় তালিকার শীর্ষে উঠে এসেছে উইনফ্রের নাম। অন্যদিকে দ্বিতীয় স্থান অর্জনকারী লেডি গাগার আয় মাত্র ৯০ মিলিয়ন ডলার। ৫৫ মিলিয়ন ডলার আয় করে তৃতীয় স্থানে রয়েছেন টিভি তারকা বেথানি ফ্র্যাঙ্কেল।

তালিকার চতুর্থ স্থানের দাবিদার অবশ্য বেশ কয়েকজন। প্রত্যেকেই ৪৫ মিলিয়ন ডলার আয় করায় মডেল গিজেল বান্দশেন, গায়িকা টেইলর সুইফট, উপস্থাপিকা এলেন ডিজেনার্স এবং টিভি ব্যক্তিত্ব জুডি শিন্ডলিন ভাগাভাগি করে নিয়েছেন এই আসনটি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons