হলিউডের ব্লকবাস্টার চলচ্চিত্র ‘টোয়াইলাইট’ এর অভিনেতা রবার্ট প্যাটিনসন এ বছরের সেরা আবেদনময় পুরুষ নির্বাচিত হয়েছেন। তিনি সেরা ৫০ জন পুরুষের সঙ্গে প্রতিযোগিতায় এই তালিকার শীর্ষে আছেন। একই ছবির আরেক অভিনেতা টেইলর লুটনারকে পেছনে ফেলে তিনি সেরা হয়েছেন। খবর প্রেস ট্রাস্ট ইন্ডিয়ার।এদিকে কন্টাক্টমিউজিকের বরাতে জানা গেছে, গ্ল্যামার ম্যাগাজিনের ৪০ হাজার পাঠকের ভোটে নির্বাচিত সেরা ৫ আবেদনময় পুরুষের তালিকায় আছেন ‘পাইরেটস অফ দ্য ক্যারাবিয়ান’ অভিনেতা জনি ডেপ, ইংল্যান্ড জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক ডেভিড বেকহ্যাম, ‘হাই স্কুল মিউজিক্যাল‘ অভিনেতা জ্যাক ইফরোন।
ম্যাগাজিনটির সম্পাদক এ প্রসঙ্গে বলেছেন, ‘আমাদের ৪০ হাজারেরও বেশি পাঠক ভোট দিয়ে এ বছরের সেরা আবেদনময় পুরুষ নির্বাচন করেছেন। এক্ষেত্রে সবচেয়ে বেশি আধিপত্য বিস্তার করেছিলো টোয়াইলাইট তারকারা।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন