প্রাক্তন স্বামী ব্র্যাড পিটকে লাথি দিয়ে বাড়ি ছাড়া করেছিলেন- কিছুদিন আগেই এমন স্বীকারোক্তি দিয়ে হৈচৈ ফেলে দিয়েছিলেন ‘ফ্রেন্ডস’ তারকা জেনিফার অ্যানিস্টন। এবারে তিনি নিজের রগচটা স্বভাবের আরেকটি দিক উন্মোচন করলেন। একটি ছবির শুটিংয়ের সময় পরিচালককে চেয়ার ছুঁড়ে মেরেছিলেন বলেই সম্প্রতি জানিয়েছেন তিনি। খবর স্ক্রিন ইন্ডিয়ার। এ প্রসঙ্গে ৪২ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘ছবির একজন ক্রু’র সঙ্গে অত্যন্ত বাজে আচরণ করছিলেন পরিচালক। সেটা দেখে নিজের রাগকে আর নিয়ন্ত্রণ করতে পারিনি। একটা চেয়ার তুলে ছুঁড়ে মেরেছিলাম ঐ পরিচালকের দিকে। অবশ্য চেয়ারটি তার শরীরে আঘাত করেনি।’
অ্যানিস্টন আরো বলেছেন, ‘চেয়ার ছুঁড়ে মারাটা হয়তো একটু বাড়াবাড়িই হয়ে গিয়েছিলো। কিন্তু কোনো মানুষকে কেউ নিচু চোখে দেখলে এবং জঘন্য আচরণ করলে সেটা আমি সহ্য করতে পারি না।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:৪৮ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন