সম্প্রতি একজন মার্কিন তরুণী তার সন্তানের বাবা হিসেবে টিন সেনসেশন জাস্টিন বিবারের নাম উল্লেখ করেছেন। মারিয়া ইয়াতির নামের ঐ তরুণী সাফ জানিয়ে দিয়েছেন, বিবারই তার সন্তানের বাবা। শুধু তাই নয়, এই অভিযোগে বিবারের বিরুদ্ধে মামলাও ঠুকে দিয়েছেন তিনি। খবর স্ক্রিনইন্ডিয়ার।৩ মাস বয়সী পুত্র সন্তানের মা মারিয়া তার মামলার অভিযোগে বলেছেন, ‘আমি নিশ্চিত, প্যাটার্নিটি পরীক্ষা করলেই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত হবে, বিবারই আমার সন্তানের বাবা।’
২০ বছর বয়সী মারিয়া দাবি করেছেন, গত বছর লস অ্যাঞ্জেলেসের একটি শো শেষে মঞ্চের পেছনে বিবারের সঙ্গে তার দৈহিক সম্পর্ক হয়েছে। তারই ফসল এই পুত্রসন্তান।
অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছেন বিবারের মুখপাত্র ম্যাথিউ হিল্টজিক। তিনি জানিয়েছেন, ‘যদিও আমি এখনো অভিযোগটি পড়িনি, তবুও বিবারের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠাটা দুঃখজনক। বিবারের সম্মানহানির উদ্দেশ্যেই এমন অভিযোগ দায়ের করা হয়েছে।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১:২৪ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন