বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০১১

বুর্জ খলিফায় শুটিং দূর্ঘটনা সামলালেন টম ক্রুজ

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খলিফায় ‘মিশন ইম্পসিবল: ঘোস্ট প্রটোকল’ ছবির শুটিং করতে গিয়ে ভয়ানক বিপদের মুখে পড়েছিলেন বলেই সম্প্রতি জানালেন টম ক্রুজ। খবর কন্ট্যাক্টমিউজিকের।

স্পাই সিরিজের এই ছবিটিতে মার্কিন এজেন্ট ইথান হান্টের ভূমিকায় অভিনয় করেছেন ক্রুজ। কিছুদিন আগে ছবির একটি মারপিটের দৃশ্যের শ্যুটিংয়েই এই বিপদের মুখে পড়েছিলেন তিনি।

ছবিটির শুটিং চলছিলো মাটি থেকে ২৭১৭ ফুট উপরে। হঠাৎ করেই দুর্ঘটনাবশত ক্রুজের মাথা গিয়ে আঘাত করে বুর্জ খলিফার গায়ে। এই ঘটনায় তিনি শান্ত থাকলেও, আঁতকে উঠেছিলেন ছবির ক্রুরা।

এ প্রসঙ্গে ক্রুজ জানিয়েছেন, ‘দৃশ্যটির জন্য সুউচ্চ ভবন থেকে লাফিয়ে পড়ার পাশাপাশি এটির গা বেয়ে দৌড়ানোর কথা ছিলো আমার। সেটা করতে গিয়েই বিপত্তিটা বাধলো। আমি ভবন থেকে লাফ দিলাম ঠিকঠাকমতোই। কিন্তু ভবনের গা বেয়ে দৌড়ানোর জন্য যখনই পা ফেলতে গেলাম তখনই শক্তিশালী বাতাস আমাকে উল্টে দিলো আর আমার মাথা গিয়ে আঘাত করলো ভবনটিকে।’

ক্রুজ আরো জানিয়েছেন, ‘এই ঘটনায় শিউরে উঠেছিলেন ছবির ক্রুরা। তখন তাদেরকে শান্ত করার জন্য আমি চিৎকার করে বলে উঠলাম, আমি ঠিক আছি।’



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons