রবিবার, ১৩ নভেম্বর, ২০১১

কন্যা সাহসিকা

বিয়ের আনুষ্ঠানিকতা শেষ। এবার কনেকে বরের হাতে তুলে দেওয়ার পালা। এ সময় যৌতুক দাবি করে বসে বরপক্ষ। আর এতেই বাধে বিপত্তি। ক্ষুব্ধ কনে সেখানেই বরকে তালাকের ঘোষণা দেন। গত শুক্রবার বরগুনার আমতলীতে এ ঘটনা ঘটে।
পারিবারিক ও এলাকাবাসী সূত্র জানায়, বরগুনার আমতলী উপজেলার এক তরুণীর সঙ্গে পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার মাদ্রাসা রোডের বাসিন্দা মো. শওকত আলী খানের বিয়ে হয় গত শুক্রবার। সেদিন বেলা সাড়ে ১১টার দিকে কলাপাড়ায় তাঁদের বিয়ের নিবন্ধন হয়। শুক্রবার দুপুরে কনের বাবার বাড়িতে ভোজের পর বিকেলে বাবা কনেকে বরের হাতে তুলে দিচ্ছিলেন। এ সময়ে বরের ফুফু তাহমিনা বেগম উপস্থিত লোকজনের সামনে কনের বাবার কাছে যৌতুক হিসেবে টিভি, ফ্রিজ, মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী দাবি করেন। বর শওকতও এতে সমর্থন জানান। যৌতুক দাবির ঘটনায় ক্ষুব্ধ কনে উপস্থিত অতিথিদের সামনে ঘোষণা দেন, যে ব্যক্তি বিয়ের আসরে যৌতুক দাবি করতে পারে, তাঁকে তিনি বর হিসেবে মেনে নেবেন না।
কনের বক্তব্য, ‘বিয়ের আসরেই যে ছেলে যৌতুক দাবি করেছে, তাকে জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে আমার রুচিতে বাধছে। আমি সবার সামনে ঘোষণা দিলাম, আমি শওকতকে তালাক দেব।’
কনের বাবা জানান, তাঁর মেয়ে সম্প্রতি ঢাকার ইডেন কলেজ থেকে সমাজকল্যাণ বিষয়ে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছেন। তিনি বলেন, শিক্ষিত মেয়ে হিসেবে তাঁর মতামতকে তিনি গুরুত্ব দিয়েছেন।
কনের বাবা বলেন, ‘যৌতুকলোভী ওই পরিবারের সঙ্গে আমার পরিবার আত্মীয়তা করতে চাইছে না। তাই বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে।’
এদিকে এ ঘটনায় বরের বাবা মো. শাহ আলম খান কলাপাড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, কনের জন্য পাঠানো গয়নাসহ বর পছন্দ না হওয়া এবং বাদানুবাদের কারণে তিনি ছেলের বউ না নিয়ে ফিরে এসেছেন। নিরাপত্তাজনিত কারণে তিনি জিডি করছেন বলেও উল্লেখ করেন।
উল্লেখ্য, বর শওকত কলাপাড়ার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ব্যাপারে গতকাল রাতে শওকতের বক্তব্য জানতে চাওয়া হলে তিনি প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেওয়া গয়না কনেপক্ষের পছন্দ হয়নি। এ নিয়ে কথা-কাটাকাটি হয়েছে। সামান্য ব্যাপার নিয়ে এত বড় ঘটনা ঘটবে, তা আমরা বুঝতে পারিনি।’ তিনি যৌতুক চাওয়ার বিষয়টি অস্বীকার করেন।
প্রথম আলোর সঙ্গে কথা বলার জন্য বারবার চেষ্টা করেও তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons