বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০১১

ফাইভ স্টার হোটেলে দেহ ব্যবসা, খদ্দেরসহ অভিনেত্রী আটক

undefined
মানবজমিন ডেস্ক: ভারতের পুনের এক ফাইভ স্টার হোটেলে যৌন ব্যবসার দায়ে হাতেনাতে আটক করা হয়েছে চলচ্চিত্র অভিনেত্রী জারা’কে। তার পুরো নাম আজহারা জান গুলাম আহমেদ শেখ ওরফে জারা। বয়স ২১ বছর। তিনি ঘণ্টায় দেড় লাখ রুপির বিনিময়ে নিজের শরীর বিলিয়ে দেন খদ্দেরদের  মাঝে। পুনের রাজা বাহাদুর মিল রোডে একটি ফাইভ স্টার হোটেলে তার সঙ্গে আটক করা হয়েছে চলচ্চিত্র জগতের স্পট বয় হিসেবে পরিচিত নিরাজ অশোক বাদানি (২৭)কে। ধারণা করা হচ্ছে, জারা ওই হোটেলে দীর্ঘদিন ধরে যৌন ব্যবসা চালিয়ে আসছেন। আটক করার পর তাদেরকে হাজির করা হয় ম্যাজিস্ট্রেট কোর্টে। আদালত জারাকে ম্যাজিস্ট্রেটের অধীনে নিরাপত্তা হেফাজতে পাঠিয়েছে। আর তার সঙ্গী বাদানিকে ২৩শে নভেম্বর পর্যন্ত পুলিশি রিমান্ড মঞ্জুর করেছে। এ খবর দিয়েছে ভারতের একটি অনলাইন ট্যাবলয়েড দৈনিক। এতে আরও বলা হয়, ওই অভিনেত্রী চলচ্চিত্রে ছিলেন অল্প সময়ের জন্য। তিনি হিন্দি ছবি ‘লামহা’তে একটি চরিত্রে অভিনয় করেছেন। এছাড়া, তিনি ‘কাসাউতি জিন্দেগি কি’ সহ বেশকিছু টিভি সিরিয়ালে অভিনয় করেছেন। তাকে ও বাদানিকে আটক করার পর তাদের বিরুদ্ধে বুন্দগার্ডেন পুলিশ স্টেশনে মামলা করা হয়েছে। তাদেরকে আদালতে হাজির করা হলে আদালত জারাকে নিরাপত্তা হেফাজতে পাঠান। কারণ, আদালত মনে করেন- জারা যৌন ব্যবসার ফাঁদ পেতে থাকতে পারেন। এর সঙ্গে কারা কারা জড়িত তা তার কাছ থেকে উদ্ধার করতে হবে। এ সময় পাবলিক প্রসিকিউটর দাবি করেন, জারা’র ফোন কললিস্ট পরীক্ষা করা দরকার। এ জন্য গোয়েন্দা সংস্থাকে দায়িত্ব দেয়া উচিত। কিন্তু তাৎক্ষণিকভাবে এ দাবি আদালত প্রত্যাখ্যান করেন। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সামাজিক নিরাপত্তাবিষয়ক অপরাধ সেলের ইন্সপেক্টর ভানুপ্রতাপ বার্জ ওই হোটেলে একটি ফাঁদ পাতেন। তাতেই ধরা পড়েন জারা ও বাদানি। পুলিশি সূত্র মতে, জারা’র এজেন্ট হিসেবে কাজ করেন বাদানি। তিনি একটি ভাড়া করা গাড়িতে পুনেতে পৌঁছেন। ওই হোটেলের রেজিস্ট্রার অনুযায়ী, অভিনেত্রী জারা ঘন ঘন বাদানিকে নিয়ে ওই হোটেলে যান। এতেই পুলিশের সন্দেহ ঘনীভূত হয় যে, তারা মিলে ওই হোটেলে যৌন ব্যবসার একটি চক্র গড়ে তুলেছেন। এ জন্যই তারা জারা’র কললিস্ট পরীক্ষা করতে চান। তাতে বেরিয়ে আসবে তার সঙ্গে কাদের কথা হয়, কাদের যোগাযোগ হয়। এ তথ্য যদি বের করা যায় তাহলে পরিষ্কার হবে যে, জারার খদ্দেরের তালিকায় কোন পর্যায়ের লোক রয়েছে। বাদানি একাই তার খদ্দের নাকি এতে জড়িত রয়েছে কোন রাজনীতিক, চলচ্চিত্র জগতের অন্য কোন নায়িকা বা নায়ক বা অন্য কোন ব্যক্তি।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons