
হলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। জনপ্রিয়তার বাইরেও অভিনেত্রীদের মধ্যে তাকেই সবচাইতে যৌন আবেদনময়ী হিসেবে ধরা হয়। কিন্তু অনেকেরই হয়তো আজানা যে, টিনেজ বয়সে একদমই বেপরোয়া ছিলেন আজকের জোলি। সেই বয়সে যখন তখন মদ্যপান-মাদকদ্রব্য সেবন, সম্পর্ক গড়া-ভাঙা, উচ্ছৃঙ্খল চালচলন প্রভৃতি কারণে বেশ সমালোচিত ছিলেন তিনি। অবশ্য অভিনয়ে ব্যস্ত হয়ে যাওয়ার পর ধীরে ধীরে অন্ধকার জগৎ থেকে আলোর পথে ফিরতে শুরু করেন। কিন্তু জোলি সেটা এখনও মানেন না। এখনও নিজেকে বেপরোয়াই মনে করেন তিনি। সমপ্রতি জোলি বলেছেন, আমি এখনও ব্যাড গার্ল। সারাজীবনই থাকবো। এই সময়ে এসে জোলির এমন মন্তব্যে অবাক হয়েছেন সবাই। কারণ, সবার চোখে স্বামী-সন্তান নিয়ে বেশ গোছালো জীবন-যাপনই করছেন তিনি। এ বিষয়ে রহস্যও করেননি জোলি। সরাসরি বলেছেন, আমি যে জগতে ছিলাম সেখান থেকে ফেরা আসলে খুব কঠিন হয়ে পড়েছিল। আমি সে সময় কাটিয়ে এখনও যে বেঁচে আছি তাতেই মাঝে-মধ্যে অবাক লাগে। তবে আমি মনে করি, আগের মতোই আছি আমি। ভেতরের কোন কিছুই বদলায়নি আমার। হয়তো বাইরে গিয়ে সেটা আমি কাউকে বুঝতে দেই না, একটি স্থানে অবস্থান করি বলে। ভেতরে ভেতরে আমি আগের মতোই আছি, ব্যাড গার্ল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন