দীর্ঘদিন ধরেই বন্ধ ছিলো বলিউডি চিত্রপরিচালক মহেশ ভাটের ‘ব্লু ফিল্ম’ প্রজেক্টের কাজ। তবে সম্প্রতি আবারো এর কাজ শুরু করেছেন তিনি। জানা গেছে, ছবিটিতে ইন্দো-কানাডিয়ান পর্নো তারকা সানি লিওন অভিনয় করবেন মহেশ পুত্র রাহুল ভাটের বিপরীতে। খবর ওয়ানইন্ডিয়া’র।শুরুতে ‘ব্লু ফিল্ম’ শিরোনামের ছবিটির মধ্য দিয়েই পুত্র রাহুলকে রূপালি জগতে আনতে চেয়েছিলেন মহেশ। সেসময় সানিকে ছবিটিতে অভিনয়ের প্রস্তাবও দেওয়া হয়েছিলো। কিন্তু ব্যাটে-বলে না মেলায় পরবর্তীতে ছবিটির কাজ বন্ধ করে দিতে বাধ্য হন মহেশ।
সম্প্রতি ‘মার্ডার’ সিরিজের উপযোগী করে ‘ব্লু ফিল্ম’ ছবিটির স্ক্রিপ্টে পরিবর্তন আনা হয়েছে এবং শিরোনাম চূড়ান্ত করা হয়েছে ‘মার্ডার ৩’। এই ছবিতেই অভিনয় করবেন সানি এবং রাহুল।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১:২৬ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন