‘অগ্নিপথ’ ছবিতে অভিনয়ের জন্য ন্যাড়াবেল হয়েছেন বলিউডি অভিনেতা সঞ্জয় দত্ত। আর এই টেকো মাথার সঞ্জু বাবাকে নিয়েই বিপাকে পড়েছেন বেশ কয়েকজন বলিউডি চিত্রপ্রযোজক। সঞ্জয় তার চকচকে টাক ঢাকার জন্য ব্যয়বহুল পরচুলার অর্ডার দিয়ে ফুটো করছেন ঐসব প্রযোজকদের পকেট। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।ব্যয়বহুল পণ্য ব্যবহারের জন্য সুপরিচিত সঞ্জু বাবা। সম্প্রতি আবারো এর প্রমাণ দিলেন তিনি। তার জন্য কেনা এসব পরচুলার দাম ৩ থেকে ৪ লাখ ভারতীয় টাকা।
এই মুহূর্তে ‘অগ্নিপথ’ ছবির পাশাপাশি ‘জিলা গাজীবাদ’ এবং ‘ডিপার্টমেন্ট’ ছবিরও শুটিং করছেন সঞ্জয়। ৩টি ছবির সেটেই তার জন্য রাখা হয়েছে বেশ কয়েকটি পরচুলা।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




২:০০ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন