বর্ষীয়ান সংগীতশিল্পী টনি বেনেটের সামনে বিবসনা হয়ে নিজেকে পুরোপুরি মেলে ধরেছিলেন বলেই সম্প্রতি স্বীকারোক্তি দিলেন পপ গায়িকা লেডি গাগা। খবর সান- এর।সম্প্রতি টনির সামনে সম্পূর্ণ বিবসনা হয়ে গাগা তার স্কেচ আঁকার সুযোগ করে দিয়েছিলেন ৮৫ বছর বয়সী এই শিল্পীকে। টনির আঁকা এই ছবিগুলো ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনে আগামি বছর প্রকাশিত হবে।
গাগার ভাষ্যে, ‘সেদিন আমি ধীরে ধীরে টনির সামনে গিয়ে হাজির হলাম। নিজের পোশাক খুলে ফেললাম এবং তাকে আমার ছবি আঁকতে বললাম। তখন কেন যেন একটু লজ্জা লাগছিলো আমার। নিজেকে প্রশ্ন করলাম, কেন আমি টনি বেনেটের সামনে বিবসনা হলাম?’
এদিকে, গাগা সম্পর্কে টনি বলেছেন, ‘এখন পর্যন্ত যত মানুষের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে, তাদের মধ্যে গাগাই সবচেয়ে বেশি সৌন্দর্যের অধিকারী। এর বাইরেও তার ভেতরে বিশেষ কী যেন একটা আছে!’
উল্লেখ্য, টনি বেনেট মিউজিক এবং পেইন্টিং দুই বিষয়েই পড়লেখা করেছেন এবং জাতিসংঘের ৫০ বছর পূর্তিতে জাতিসংঘের অনুরোধে দুটি পেইন্টিং এঁকে দিয়েছিলেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:৩৩ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন