সন্তান দত্তক নেওয়াটা যেন শখেই পরিণত হয়েছে হলিউডি তারকা জুটি ব্র্যাড পিট এবং এঞ্জেলিনা জোলির ক্ষেত্রে। নিজেদের এবং দত্তক নেওয়া সন্তান মিলিয়ে এখন ৬ সন্তানের অভিভাবক এই জুটি। আবারো তারা সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন- সম্প্রতি এমনটাই জানিয়েছেন এই জুটির ঘনিষ্ঠ একটি সূত্র। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।সূত্রটির ভাষ্যে, ‘পিট এবং জোলি মনে করছেন, এই ৭ম সন্তানটি তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে। এবারে ইথিওপিয়া থেকে তারা সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন। তাদের আরেক সন্তান জাহারাকে তারা দত্তক নিয়েছিলেন পূর্ব আফ্রিকা থেকে। মূলত জাহারার কথা বিবেচনা করেই একই অঞ্চল থেকে সন্তান দত্তক নেওয়ার পরিকল্পনা করছেন পিট ও জোলি।’
সূত্রটি আরো জানিয়েছে, ‘এ ছাড়া বরাবরই ৭ সংখ্যাটি ব্র্যাডের জন্য সৌভাগ্য বয়ে এনেছে। এই ৭ম সন্তানটিও তাদের জন্য সৌভাগ্য বয়ে আনবে- এমনটাই বিশ্বাস পিট এবং জোলির।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:৪২ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন