বিয়ে করার মতো পাশে কেউ নেই বলেই সম্প্রতি জানালেন ‘বিগহার্ট লাভারবয়’ সালমান খান। খবর টাইমস অফ ইন্ডিয়া’র। সম্প্রতি ‘দেশী বয়েজ’ ছবির প্রচারণা চালাতে বিগ বস অনুষ্ঠানের সেটে হাজির হয়েছিলেন জন আব্রাহাম এবং অক্ষয় কুমার। অনুষ্ঠান সঞ্চালক সালমান এবং সঞ্জয় দত্তের সঙ্গে তারা বিয়ে প্রসঙ্গ নিয়ে আলাপে মেতে ওঠেন।
সবাই জনের কাছে জানতে চান, আসলেই বিয়ে করছেন নাকি তিনি। জবাবে তিনি শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার আগ্রহ প্রকাশ করেন। তিনি সালমানকেও শিগগিরই বিয়ের পিঁড়িতে বসার অনুরোধ করেন। এমনকি নিজের বিয়ের দিনেই সাল্লুকেও গাঁটছরা বাঁধার পরামর্শ দেন জন।
আলাপচারিতার এক পর্যায়ে জনকে উদ্দেশ্য করে সালমান বলে বসেন, ‘আমি যতদিনে বিয়ে করবো ততদিনে তোমার বাচ্চা-কাচ্চা হয়ে যাবে। অন্তত বিয়ে করার মতো কেউ তো তোমার পাশে আছে। কিন্তু আমি কাকে বিয়ে করবো? আমারতো তেমন কেউ নেই।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




১০:৪৫ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন