বিয়ে বাঁচাতে মানুষ কতো কিছুই না করে। হলিউডি অভিনেতা অ্যাস্টন কুচার না হয় এক লাখ মার্কিন ডলারই খরচ করলেন! স্ত্রী ডেমি মুরের অভিমান ভাঙাতে সম্প্রতি এই দামেরই একটি বিলাসবহুল গাড়ি কিনেছেন তিনি। ডেমির জন্মদিনের উপহার হিসেবেই নাকি এটি কেনা হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।১১ নভেম্বর ছিলো ডেমির ৪৯ তম জন্মদিন। এর মাত্র দু’দিন আগে তার জন্য লেক্সাস এল-৬০০ মডেলের পরিবেশবান্ধব একটি গাড়ি কিনেছেন কুচার। অবশ্য কুচারের এই উপহার অভিমানী ডেমি গ্রহণ করেছেন কিনা- সেটা নিশ্চিত হওয়া যায়নি।
উল্লেখ্য, কুচারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে নিজেদের ৬ বছরের সংসারের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন হলিউডি অভিনেত্রী ডেমি মুর।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




১০:৫০ AM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন