বুধবার, ৩০ নভেম্বর, ২০১১

লালমনিরহাটে ঈদ আনন্দমেলার নামে চলছে অশ্লীল নৃত্য

ঈদ আনন্দমেলার নামে এভাবেই চলছে অশ্লীল নৃত্য
মিলন পাটোয়ারী, লালমনিরহাট থেকে: লালমনিরহাট শহরের উপকণ্ঠে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মাঠে ঈদ আনন্দমেলার নামে মাসব্যাপী চলছে অশ্লীল ও নগ্ন নৃত্য। তবে এ নিয়ে নীরব রয়েছে প্রশাসন। পুলিশ প্রশাসনের নাকের ডগায় জাদু খেলার নামে অসামাজিক নৃত্য পরিবেশন করা হলেও কোন ব্যবস্থা না নেয়ায় বিভিন্ন মহলে নানা সমালোচনা সৃষ্টি হয়েছে। জানা গেছে, শহরের উপকণ্ঠে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ মাঠে একটি নাট্য গোষ্ঠীর ব্যানারে ৫ই নভেম্বর থেকে মাসব্যাপী চলছে ঈদ আনন্দমেলা। মেলায় ৪৮টি স্টলে বিভিন্ন পণ্যের পসরা বসে। মেলার টিকিট মূল্য ৫ টাকা। শিশুদের কাছ থেকেও নেয়া হচ্ছে টিকিট। বসানো হয়েছে পুলিশের অস্থায়ী বিশেষ ক্যাম্প। মেলার পশ্চিম পাশে চলে জাদুর আসর। ওই জাদুর আসরে জাদু খেলার নামে চলছে নারী নিয়ে খেলা। জাদুর পরিবর্তে সন্ধ্যার পর থেকে সারা রাত চলে অশ্লীল নৃত্য। দেশের বিভিন্ন স্থান থেকে নারীদের নিয়ে এসে চলে সারা রাত অর্ধনগ্ন ও অশ্লীল নাচ-গান। আয়োজকরা প্রচার করে জাদু খেলা। কিন্তু জাদুর পরিবর্তে চলে নারীর অশ্লীল নৃত্য ও গান। অশ্লীল নৃত্য পরিবেশনকারীদের পরনে থাকে আপত্তিকর পোশাক। নাচের সময় নারীরা প্রদর্শন করে শরীরের স্পর্শকাতর অঙ্গ। তারা উঠতি বয়সীদের আকৃষ্ট করতেই এসব করে। এসব নিয়ে সমালোচনা সৃষ্টি হচ্ছে সর্বত্র। অনেকে জাদু খেলা দেখতে এসে অশ্লীল নৃত্য দেখে ফিরে যাচ্ছে। গ্রাম ও শহরে ব্যাপক প্রচার করায় অনেকে ছুটে আসেন জাদু দেখতে। কিন্তু নারীরা এসব নাচ দেখে ফিরে যান মুখ ঢেকে। এদিকে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সমাপনী পরীক্ষা চলছে। সারা রাত মাইকের বিকট শব্দে পরীক্ষার্থীদের লেখাপড়ায় ব্যাঘাত হচ্ছে। অনেকে জেলা প্রশাসনে অভিযোগ করেও কোন ফল পাচ্ছে না। জেলা প্রশাসন থেকে জাদু বন্ধের নির্দেশ দেয়া হলেও আয়োজকরা কর্ণপাত করছে না। এ ব্যাপারে মেলা আয়োজক কমিটির আহ্বায়ক মফিজুর রহমান জানান, অশ্লীল নৃত্য বন্ধের জন্য বার বার বলা হয়েছে। কিন্তু কর্তৃপক্ষ বন্ধ না করায় এ সমস্যা সৃষ্টি হচ্ছে। তবে তিনি বলেন, আমি অশ্লীল নৃত্যের বিপক্ষে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons