
হলিউডের অন্য অভিনেত্রীদের তুলনায় স্ক্যান্ডাল কিংবা সমালোচনার ঘটনা তেমন একটা নেই মেগান ফক্সের। বয়সে কম হলেও বেশ গোছানা অভিনেত্রী হিসেবেই পরিচিত তিনি। কিন' সমপ্রতি নিজের চরিত্রের বিপরীতে গিয়ে বেশ আলোচনার জন্ম দিয়েছেন মেগান। একটি নতুন ছবির শুটিং সকাল থেকে মধ্যরাত পর্যন্ত করে বেশ পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মেগান। সে সময় কাছের দু’জন বন্ধুকে নিয়ে শুধু রিলাক্স করবার জন্য একটি বারে প্রবেশ করেন তিনি। সব সময়ই পরিমাণ মতো ড্রিংকসে অভ্যস্ত হলেও সেদিন বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে দিতে অনেক বেশি মদ্যপান করে ফেলেছিলেন মেগান, যে কারণে নিজের উপর নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে ফেলেন তিনি। বেসামাল হয়ে এ সময় হঠাৎ করেই টেবিলের উপর থাকা গ্লাসসহ বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করতে থাকেন তিনি। বার কর্তৃপক্ষ তাকে বোঝানোর চেষ্টা করলে তাদের সবার সঙ্গে দুর্ব্যবহার করেন মেগান। এক পর্যায়ে বার ম্যানেজারের দিকে গ্লাস ছুড়ে মারেন তিনি। এরপর নানা ধরনের বুলি আওড়াতে থাকেন তিনি। পরবর্তীতে সঙ্গে থাকা বন্ধুরা মেগানকে দীর্ঘসময় পর্যন্ত বুঝিয়ে বার থেকে বের করে আনেন। এরপর নিজ উদ্যোগে অনেক কষ্টে তাকে বাসায়ও পৌঁছে দেন দুই বন্ধু। মজার বিষয় হলো পরের দিন তার বন্ধুরা তাকে এ বিষয়ে জিজ্ঞেস করলে কিছুই মনে নেই বলে জানান মেগান। এমনকি বারে প্রবেশ করার বিষয়টিও তিনি নাকি ভুলে গেছেন বলে জানিয়েছেন তার বন্ধুদের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন