সোমবার, ২৮ নভেম্বর, ২০১১

আবারও খোলামেলা হয়ে আসছেন সেলিনা

বিনোদন ডেস্ক: দীর্ঘদিন পর আবারও বলিউড ছবিতে অভিনয় করছেন সেক্সসিম্বল অভিনেত্রী সেলিনা জেটলি। ভাটদে’র নতুন একটি ছবির মধ্য দিয়ে তার এই কামব্যাক হচ্ছে। গত প্রায় অর্ধ বছরেরও বেশি সময় ধরে বলিউড থেকে দূরে সরে ছিলেন তিনি। বলিউডে তেমন কাজ না থাকায় এ সময় ভারতের বাইরে অবস্থান করে স্টেজ পারফরমেন্সে অংশ নিয়েছেন সেলিনা। তবে এবার আবারও ভক্ত-দর্শকরা বলিউডে পাচ্ছেন তাকে। মূলত নিজেদের প্রোডাকশন থেকে তৈরি হতে যাওয়া থ্রিলার-নির্ভর একটি ছবির জন্য সেলিনাকে কাস্ট করেছেন মহেশ ভাট। এ ছবিতেও বরাবরের মতো খোলামেলা হয়েই দর্শকদের সামনে আসছেন তিনি। ছবির বেশ কিছু গানের শুটিং হবে বিভিন্ন বিচে, যেখানে বিকিনি পরে পারফর্ম করবেন  সেলিনা। তার বিপরীতে এ ছবিতে অভিনয় করার কথা রয়েছে ফারদিন খানের। এক সময় ফারদিন খানের সঙ্গে জুটি বেঁধেই ভাল সফলতা পেয়েছিলেন সেলিনা। এবার এই জুটিকে আবারও কাজে লাগতে চাচ্ছেন মহেশ ভাট। এ পর্যন্ত সেলিনা বেশির ভাগ ছবিতে শরীর প্রদর্শননির্ভর চরিত্রে অভিনয় করেছেন। তবে এবারের ছবিতে অভিনেত্রী হিসেবেও নিজেকে প্রমাণের সুযোগ থাকছে তার। এ ছবিতে অভিনয়ের ব্যাপারে  সেলিনা জেটলি বলেন, ছবিতে আমার লাটকে-ঝাটকে যেমন দর্শকরা দেখতে পাবেন, তেমনি কখনও আবেগী আবার কখনও অ্যাকশন দৃশ্যেও আমাকে দেখা যাবে। ছবিতে বেশ কিছু দৃশ্যে বিকিনি পরা সেলিনাকেও আবিষ্কার করতে পারবেন দর্শক। বলতে গেলে পরিপূর্ণ একজন নায়িকার চরিত্রে অভিনয় করছি ভাট জি’র এই ছবিতে। আশা করছি দর্শক ছবিটি এবং আমার অভিনয় পারফরমেন্স অনেক উপভোগ করবেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons