বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

 প্রেমিকাকে খুন করে থানায় ধরা দিলেন প্রেমিক

রাজধানীর দক্ষিণখান এলাকায় শাপলা (১৫) নামের এক পোশাক শ্রমিককে খুন করে রক্তমাখা ছুরিসহ থানায় গিয়ে ধরা দিয়েছেন ঘাতক বিল্লাল হোসেন। আজ বুধবার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার নিশারুল আরিফ প্রথম আলোকে বলেন, শাপলা দক্ষিণখান এলাকার একটি পোশাক কারখানার শ্রমিক। গতকাল মঙ্গলবার দুপুরে শাপলার সঙ্গে তার প্রেমিক বিল্লালের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে শাপলা পায়ের জুতা খুলে বিল্লালকে আঘাত করেন। এতে বিল্লাল ক্ষিপ্ত হন। আজ রাত আটটার দিকে পোশাক কারখানা ছুটি শেষে শাপলা বাসায় ফিরছিলেন। দক্ষিণখান থানার মিয়াপাড়ায় বিল্লাল পথরোধ করে শাপলার। এ সময় বিল্লাল শাপলার পেটে ছুরি ঢুকিয়ে দেন। এতে ঘটনাস্থলেই শাপলার মৃত্যু হয়। পরে বিল্লাল রক্তমাখা ছুরি নিয়ে দক্ষিণখান থানায় গিয়ে বলেন, রাগের বশবর্তী হয়ে প্রেমিকা শাপলাকে খুন করেছে তিনি। এরপর পুলিশ তাঁকে গ্রেপ্তার করে এবং লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons