
আমির খানের বিপরীতে ‘গজনি’ ছবিতে অভিনয়ের মধ্য দিয়ে বলিউডে পা রাখেন অসিন। এ ছবিতে অভিনেত্রী হিসেবে ব্যাপক সফলতা পান তিনি। যার কারণে দক্ষিণ ভারত থেকে মুম্বইতে স্থায়ী হন এ নায়িকা। কিন্তু বলিউডে কাজ করতে এসে প্রথম থেকেই বেশ জড়তা কাজ করেছে তার মধ্যে। বিশেষ করে সবার সঙ্গে মেশা এবং খোলামেলা পোশাকে একদমই অভ্যস্ত না থাকায় অনেকটা সীমাবদ্ধ হয়ে পড়েন অসিন। এ কারণেই এখন পর্যন্ত বলিউডের কোন ছবিতেই অসিন তেমন খোলামেলাভাবে পর্দায় আসেননি। তিনি পরিচালকদের শর্তই জুড়ে দিয়েছিলেন খোলামেলা না হওয়ার। বিষয়টি নিয়ে তাকে বার বার বুঝিয়েছেন সালমান খান, যার কারণে ‘রেড্ডি’ ছবিতে প্রথমবারের মতো একটি গানে মিনি স্কার্ট পরেছিলেন অসিন। কিন্তু তাতেও একটা জড়তা কাজ করেছিল। গানটির শুটিং করতে গিয়ে বারবারই অসিন স্কার্ট ধরে ধরে নাচছিলেন। বিষয়টি নিয়ে পরে সালমান আবারও অসিনকে বোঝানোর চেষ্টা করেন। তার ফলাফল মিলেছে সমপ্রতি। লজ্জা অনেকটাই ভুলেছেন অসিন। ‘হাউসফুল-২’ ছবির সেটেই তার প্রমাণ মিলেছে। এ ছবিতে বেশ খোলামেলা হয়ে হাজির হচ্ছেন তিনি। লজ্জা ভুলে বেশ কয়েকটি দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন ছোট ছোট পোশাকে। এর বাইরে সেটের সবাইকে অসিন মাতিয়ে রাখছেন নিজের কথায়। এ যেন একেবারেই অন্য অসিন। কোন জড়তার বালাই তার মধ্যে নেই। বিষয়টি নিয়ে বেশ খুশি অসিনও। এ বিষয়ে তিনি বলেন, আমি এখন নিজেকে বলিউডের জন্য শতভাগ উপযুক্ত মনে করছি। নিজের কাজের জন্য সবকিছু করতেই এখন আমি প্রস্তুত। আত্মবিশ্বাস আগের চেয়ে অনেক বেড়েছে। আর এর জন্য সবার আগে ধন্যবাদ জানাতে চাই সালমান খানকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন