মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

 চুল কেটে চুনকালি দিয়ে ঘোরানোর ঘটনায় মামলা

বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন করার পরও পরস্পর দেখা করায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ভোলপাড়া গ্রামে দুই নারী-পুরুষের মাথার চুল কেটে চুনকালি দিয়ে ঘোরানোর ঘটনায় মামলা হয়েছে। গতকাল সোমবার ওই নারী কালীগঞ্জ থানায় মামলা করেন।
এদিকে দুজনকে চুনকালি দিয়ে ঘোরানোর ঘটনার খবর পেয়ে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটি দল গতকাল ওই গ্রাম পরিদর্শন করে। তারা ওই তরুণীকে আইনি সহায়তাসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার ঘোষণা দিয়েছে।
তরুণীর মা এই ঘটনার বিচার দাবি করেন। ভোলপাড়া গ্রামের বাসিন্দা রাসেল আহম্মদ বলেন, ‘তাঁরা অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। কিন্তু যেভাবে তাঁদের সাজা দেওয়া হয়েছে, তা খুবই লজ্জাজনক।’
জানা যায়, তিন মাস আগে ওই দুজনে বিয়ে করেন। কিন্তু গত ১৫ দিন আগে তাঁদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। এরপরও তাঁরা বিভিন্ন স্থানে দেখা করতেন।
গ্রামের বাসিন্দাদের ভাষ্যমতে, গত রোববার ভোলপাড়া গ্রামের রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় গ্রামের কিছু লোক তাঁদের আটক করেন। এরপর রাতে স্থানীয় নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হাফিজুর রহমানের বাড়িতে সালিস বসে। সালিসের সিদ্ধান্ত অনুযায়ী, তাঁদের চুল কাটা হয়। এরপর চুন আর পোড়া মবিল লাগিয়ে ঘোরানো হয়।
কালীগঞ্জ থানার ওসি সৈয়দ কামরুজ্জামান বলেন, ইউপি সদস্য হাফিজুর রহমানসহ আটজনকে আসামি করে ওই তরুণী মামলা করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons