মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

বিনোদন খবর বাবা হলেন আমির খান

পুত্র সন্তানের গর্বিত বাবা-মা হলেন বলিউডি তারকা আমির খান ও তার স্ত্রী কিরণ রাও। তবে স্বাভাবিক প্রক্রিয়ায় সন্তানের জন্ম দেননি কিরণ। আইভিএফ বা টেস্ট টিউব পদ্ধতিতে ১ ডিসেম্বর পুত্র সন্তানের মুখ দেখেছেন আমির-কিরণ দম্পতি। খবর মিডডেডটকম- এর।

সন্তান ধারণে জটিলতা দেখা দেওয়ায় আমির-কিরণ দম্পতিকে আইভিএফ পদ্ধতিতে সন্তান নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। উল্লেখ্য, আইভিএফ বা ইন ভিট্রো ফার্টিলাইজেশন পদ্ধতিতে শরীরের বাইরে ডিম্বানু এবং শুক্রানুকে নিষিক্ত করা হয়। এই প্রক্রিয়া টেস্ট টিউব বেবি নামেই পরিচিত। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমির এবং কিরণ এই পদ্ধতি গ্রহণ করেন এবং কোনো রকম জটিলতা ছাড়াই বাবা-মা হন তারা।

বিষয়টি জানিয়ে মিডডেডটকম সংবাদমাধ্যমকে একটি চিঠি পাঠিয়েছেন আমির। সেখানে তিনি লিখেছেন, ‘সবাইকে অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি, অবশেষে আমার পুত্র সন্তানের জন্ম হয়েছে। বিষয়টি আমার ও কিরণের জন্য খুবই ভালো লাগার। কারণ কিছু জটিলতা এবং দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে সন্তানের মুখ দেখার সৌভাগ্য হলো আমাদের। সবকিছু ভালোয় ভালোয় হওয়ায় আমরা ঈশ্বরের কাছে অনেক বেশি কৃতজ্ঞ।’

আমির আরো লিখেছেন, ‘বিজ্ঞানের যাদু, ঈশ্বরের কৃপা আর কাছের মানুষদের দোয়ার কারণেই আজ বাবা হতে পেরেছি। সত্যিই অনেক বেশি আনন্দিত আমি। আপনারা সবাই আমার সন্তানের জন্য আশীর্বাদ করবেন।’




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons