বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

 গরম পানিতে দগ্ধ করে শিশু হত্যা, মায়ের ১১ বছর কারাদণ্ড

১৯ মাস বয়সী শিশুপুত্রকে গরম পানিতে চুবিয়ে হত্যার দায়ে মিলিসা আলেকজান্ডার (২৬) নামের এক নারীকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছেন টরন্টোর একটি আদালত।
গতকাল বুধবার উপযুক্ত সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত কারাদণ্ডের এ আদেশ দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০০৭ সালের ১১ সেপ্টেম্বর দুপুরে শিশুপুত্র মিগুয়েল ফার্নান্দেজকে বাথরুমের হট টাবে ডুবিয়ে রাখেন মা মিলিসা আলেকজান্ডার। এতে মিগুয়েলের শরীরের ৪০ ভাগ অংশই দগ্ধ হয়। সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে শিশুটির মা মিলিসা তাত্ক্ষণিকভাবে অ্যাম্বুলেন্স না ডেকে শুধু তুলার ব্যান্ডেজ দিয়ে শিশুটিকে রেখে দেয়। এরপর রাত দুইটার দিকে মিলিসা ফোনে পুলিশকে জানান, তাঁর শিশুপুত্র মৃতপ্রায়। সরেজমিন তদন্তে মিলিসার কথাবার্তা অসংলগ্ন মনে হয় পুলিশের কাছে। পরে দীর্ঘদিন পুলিশের নজরদারিতে থাকার পর ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে মিলিসাকে গ্রেপ্তার করে পুলিশ।
টরন্টো আদালতের বিচারক অ্যান মলি মিলিসাকে ১৫ বছরের কারাদণ্ড দেন। কিন্তু মিলিসার বয়স ও তাঁর পক্ষের আইনজীবীদের অনুরোধে তাঁর দণ্ড কমিয়ে ১১ বছরে আনা হয়। prothom-alo

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons