বৃহস্পতিবার, ৮ ডিসেম্বর, ২০১১

নবাবগঞ্জে নারীকে জবাই করে হত্যা, যুবক গ্রেপ্তার

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় শুভারানী (৫০) নামের এক নারীকে জবাই করে হত্যা করা হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যায় বালুচর গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে এলাকাবাসী রাকিব হোসেন (২২) নামের এক যুবককে আটক করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ওই দিন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের সম্ভু মণ্ডলের স্ত্রী শুভারানীর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন একই গ্রামের রাকিব হোসেন। এতে অস্বীকৃতি জানালে রাকিব তাঁর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় চিৎকার দিলে রাকিব তাঁর হাতে থাকা ছুরি দিয়ে শুভারানীর গলা কেটে পালিয়ে যান। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এসে শুভারানীকে দ্রুত নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।
এদিকে শুভারানীর ঘরের সামনে রাকিবের জুতা দেখে স্থানীয় লোকজন তাঁকে আশপাশে খুঁজতে থাকে। একপর্যায়ে গ্রামের একটি মাঠে রাকিবকে রক্তমাখা অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে তাঁকে গ্রেপ্তার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ করিম বলেন, এ ঘটনায় নিহত শুভারানীর ছেলে অমিত মণ্ডল গতকাল বাদী হয়ে হত্যা মামলা করেছেন। স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করতে রাকিবকে ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons