
একজন শিশুশিল্পী হিসেবে অভিনয় জগতে সম্পৃক্ততা ঘটে অভিনেত্রী হানসিকা মাতওয়ানির। শিশুশিল্পী হিসেবে একাধিক টিভি সিরিয়াল ও বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। কিন্তু মাত্র ১৫ বছর বয়সে ‘আপ কা সুরুর’ ছবিতে হিমেশ রেশমিয়ার সঙ্গে সর্বপ্রথম নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন হানসিকা। এ ছবিতে খোলামেলা না হয়েও তন্বি চেহারা ও ভাল অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসতে সক্ষম হন তিনি। এই ছবির পর বলিউডে আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। কিন্তু পরে বলিউডের চেয়ে তামিল ছবিতেই বেশি ব্যস্ত সময় কাটান হানসিকা। যার ফলে গত কয়েক বছর ধরেই বলিউডের কোন ছবিতে দেখা যাচ্ছে না তাকে। কিন্তু এবার দীর্ঘ বিরতি শেষে আবারও বলিউডের ছবিতে অভিনয় করতে যাচ্ছেন হানসিকা। এর আগে খোলামেলা দৃশ্যে তেমন অভিনয় না করলেও সুভাষ ঘাই পরিচালিত নতুন ছবিতে বেশ খোলামেলা হয়েই হাজির হচ্ছেন তিনি। শুধু তাই নয়, এ ছবিতে অভিনয়ের আগে একটি ফটোসেশনেও অংশ নিয়েছেন তিনি, যেখানে ছোট ছোট পোশাকে ক্যামেরাবন্দি হয়েছেন হানসিকা। এ ছবিতে অভিনয় প্রসঙ্গে হানসিকা বলেন, দীর্ঘদিন পর যেহেতু বলিউড ছবিতে অভিনয় করতে যাচ্ছি তাই দর্শকরা চমক হিসেবেই আমার খোলামেলা উপস্থাপন দেখতে পাবেন। এমন পোশাকে এর আগে কখনও অভিনয় করিনি। আশা করছি দর্শকরা বেশ উপভোগ করবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন