সোমি আলিকেই সালমানের প্রথম প্রেমিকা হিসেবে জানেন সবাই। তবে সম্প্রতি দীলিপ কুমারের ৮৯তম জন্মদিনের অনুষ্ঠানে ভিন্ন এক তথ্যই বেরিয়ে এসেছে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।দীলিপ কুমার এবং সায়রা বানু দম্পতির ভাতিজি শাহীনই হলেন সালমানের জীবনের প্রথম প্রেম। কলেজে পড়ার সময় চুটিয়ে প্রেম করেছেন সালমান-শাহীন। সে সময় তাদের এই সখ্যতার কথা অনেকেই জানতেন। পরে অবশ্য সুমিত সায়গলকে বিয়ে করে ঘর-কন্না শুরু করেন শাহীন। সায়েশা নামে তার একটি কন্যা সন্তানও হয়েছে।
সম্প্রতি দীলিপ কুমারের জন্মদিনের অনুষ্ঠানে সালমান ও শাহীনের সাক্ষাৎ হয়েছিলো। সে সময় তারা সহজ-স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ আচরণই করেছেন।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৬:০৬ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন