মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

সালমানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা!

undefined
সবার সামনেই সালমান খানকে জড়িয়ে ধরলেন প্রিয়াংকা চোপড়া। আশপাশে উপস্থিত সবাই হতবাক। তাদের চোখ যেন বিশ্বাসই করতে পারছিল না, এটাও সম্ভব। না, এটা কোন বলিউড ছবির দৃশ্য নয়। সত্যি সত্যি সবার সামনে প্রিয়াংকা চোপড়া জড়িয়ে ধরেছেন সালমানকে। আর এটাকে সবাই ‘জাদু কি ঝাপ্পি’ বলছেন। সমপ্রতি অভিনেতা রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টি আয়োজন করা হয় দক্ষিণ মুম্বইয়ের একটি পাঁচ তারকা হোটেলে। সেখানে উপস্থিত ছিলেন সালমান খান, আরবাজ খান, সোহেল খান ও মালাইকা আরোরা। হঠাৎ করেই পার্টিতে দুই বন্ধুসহ বেশ খোলামেলা পোশাকে প্রবেশ করেন প্রিয়াংকা। প্রবেশ করে সালমানকে দেখে তার কাছে চলে যান তিনি। এরপর সালমানকে জড়িয়ে ধরে রাখেন বেশ কয়েক সেকেন্ড। জাদু কি ঝাপ্পির পর বেশ কিছু সময় আড্ডায় মেতে থাকেন তারা। এমন  দৃশ্য অনেকেই বিশ্বাস করতে পারছিলেন না। কারণ, দীর্ঘদিন ধরে সালমানের সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে প্রিয়াংকার। এর আগে ২০০৪ সালে সালমানের সঙ্গে ‘মুঝসে শাদি কারোগি’ ছবিতে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছিলেন প্রিয়াংকা। সেই ছবিটি ব্যাপক ব্যবসা সফলতা অর্জনের পর পরিচালক এ দু’জনকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন। কিন্তু সেই সময়ে বলিউডে প্রবেশ ঘটে কাটরিনা কাইফের। তাই ছবিটিতে প্রিয়াংকার বদলে কাটরিনাকে নেয়ার পরামর্শ পরিচালককে দেন সালমান। সেই থেকেই সালমান-প্রিয়াংকার দ্বন্দ্ব শুরু। এরপর সালমানের ভাই সোহেল খান তার প্রযোজিত ছবি ‘ম্যায় অউর মিসেস খান্না’ ছবিতে সালমানের বিপরীতে প্রিয়াংকাকে অভিনয়ের প্রস্তাব করেন। কিন্তু প্রিয়াংকা ছবিটি করবেন না বলে সাফ জানিয়ে দেন। এরপর দ্বন্দ্ব থেকে অনেকটা শত্রুতায় রূপ নেয় সালমান-প্রিয়াংকার সম্পর্ক। পাঁচ বছরেরও বেশি সময় একে অপরের সঙ্গে কথা বলেননি তারা। কিন্তু রিতেশ দেশমুখের জন্মদিনের পার্টিতে এসে সালমানকে জড়িয়ে ধরে প্রিয়াংকার জাদু কি ঝাপ্পির মাধ্যমে অবসান ঘটলো তাদের এই দ্বন্দ্ব ও শত্রুতার।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons