মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

সবচেয়ে অভদ্র সেলিব্রেটি

undefined
ন্যাশনাল লিগ অফ জুনিয়র কটালিয়নস (এনএলজিসি) প্রতি বছরের মতো এবারও বিনয়ী ব্যক্তিত্বের পাশাপাশি সবচেয়ে অভদ্র ব্যক্তিত্বের নামও ঘোষণা করেছে। ২০১১ সালের সবচেয়ে অভদ্র সেলিব্রেটি হলেন কিম কার্দাশিয়ান। এনএলজিসি’র ডিরেক্টর এলিজাবেথ ‘মোস্ট ইল-ম্যানারড পারসন অফ ২০১১’র ব্যাপারে ইউএস উইকলিকে বলেন, অভদ্র হিসেবে কিমকে নির্বাচিত করার কারণ হলো তার বেপরোয়া জীবনযাপন এবং খ্যাতির জন্য ব্যক্তিগত জীবন নিয়ে মিডিয়ায় বাড়াবাড়ি করা। তিনি এর মাধ্যমে শুধু দর্শকদের বিরক্তই করছেন না, পারিবারিক সম্পর্ক এবং বিয়ের মতো পবিত্র বন্ধনকেও অসম্মান করেছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons