কিম কার্দাসিয়ান বিখ্যাত হয়েছেন তার সেক্স টেপের জন্য। এছাড়া অন্য কোনও আকর্ষণ নেই তার। ক্রিস হ্যামপ্রিসের সাবেক প্রেমিক বিয়াঙ্কা আরও মনে করেন, কার্দাসিয়ানের চেয়ে অনেক বেশি আকর্ষণীয় তিনি। উল্লেখ্য, কার্দাসিয়ানের পরবর্তী রিয়েলিটি শো’তে মূল চরিত্রে অভিনয় করবেন তার সাবেক প্রেমিক ও স্বল্প সময়ের স্বামী ক্রিস হ্যামফ্রিস। কিমের আগে ক্রিসের সাবেক প্রেমিকা বিয়াঙ্কা কেম্বার এ ঘটনাকে একটি আবর্জনা হিসেবেই দেখছেন। অনুষ্ঠান চলাকালে তিনি অন্য কোনও চ্যানেল দেখবেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আজ থেকে নিউ ইয়র্কের চ্যানেল ই’তে এই রিয়েলিটি শো’টি দেখানো শুরু হবে। যাতে কার্দাসিয়ানের সঙ্গে ক্রিস হ্যামপ্রিসের বিয়ের ঘটনা দেখানো হবে। তাদের এই বিয়ে দীর্ঘ ডামাডোলের মধ্যে হয়েছিল। বিয়ের মাত্র ৭২ দিন পর পরস্পরের মিল না হওয়ায় কার্দাসিয়ান এরই মধ্যে ডিভোর্সেরও ঘোষণা দিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন