রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

'আ স্করচিং সামার' ছবিতে বিবসনা মনিকা বেলুচ্চি

undefined‘আ স্করচিং সামার’ ছবিতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা যাবে ‘মেট্রিক্স রিলোডেড’ তারকা মনিকা বেলুচ্চিকে। ইতোমধ্যেই ছবিটির জন্য কয়েকটি দৃশ্যে অভিনয়ের কাজ সম্পন্ন করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। খবর সান- এর।

ছবিটির জন্য বিবসনা অবস্থায় দৃশ্য ধারণের মাত্র দেড় মাস আগেই নিজের ২য় কন্যা সন্তান লিওনি’র জন্ম দিয়েছিলেন মনিকা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটা নাজুক মুহূর্তেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করা হয়েছিলো। তবে এটা করতে গিয়ে আমার মধ্যে কোনো রকম শঙ্কা কাজ করেনি। কারণ পরিচালক ফিলিপ গারেল- এর উপর আমার আস্থা ছিলো।’

উল্লেখ্য, স্বামী ‘ব্ল্যাক সোয়ান’ তারকা ভিনসেন্ট ক্যাসেল- এর সঙ্গে মনিকা তার প্রথম কন্যা সন্তান দেবা’র জন্ম দিয়েছিলেন ২০০৪ সালে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons