‘আ স্করচিং সামার’ ছবিতে সম্পূর্ণ বিবসনা অবস্থায় দেখা যাবে ‘মেট্রিক্স রিলোডেড’ তারকা মনিকা বেলুচ্চিকে। ইতোমধ্যেই ছবিটির জন্য কয়েকটি দৃশ্যে অভিনয়ের কাজ সম্পন্ন করেছেন ৪৭ বছর বয়সী এই অভিনেত্রী। খবর সান- এর।ছবিটির জন্য বিবসনা অবস্থায় দৃশ্য ধারণের মাত্র দেড় মাস আগেই নিজের ২য় কন্যা সন্তান লিওনি’র জন্ম দিয়েছিলেন মনিকা। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন, ‘একটা নাজুক মুহূর্তেই এ ধরনের দৃশ্যে অভিনয়ের জন্য আমাকে অনুরোধ করা হয়েছিলো। তবে এটা করতে গিয়ে আমার মধ্যে কোনো রকম শঙ্কা কাজ করেনি। কারণ পরিচালক ফিলিপ গারেল- এর উপর আমার আস্থা ছিলো।’
উল্লেখ্য, স্বামী ‘ব্ল্যাক সোয়ান’ তারকা ভিনসেন্ট ক্যাসেল- এর সঙ্গে মনিকা তার প্রথম কন্যা সন্তান দেবা’র জন্ম দিয়েছিলেন ২০০৪ সালে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম




৫:১৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন