রবিবার, ১৮ ডিসেম্বর, ২০১১

এমপি হলেন প্লেবয় কন্যা

undefined
প্লেবয় ম্যাগাজিনের রাশিয়ান সংস্করণের প্রচ্ছদে অংশ নেয়া এক অভিনেত্রী এবার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের দল থেকে এমপি নির্বাচিত হয়েছেন। তাই এবারের নির্বাচন নিয়ে পুতিনের বিরুদ্ধে কারচুপির এত অভিযোগ ওঠা সত্ত্বেও তিনি সামান্য হলেও উল্লাসের সুযোগ পেয়েছেন। ২৭ বছর বয়সী অভিনেত্রী মারিয়া কোজহেভনিকোভা দু’বছর আগে তার বয়ফ্রেন্ডের সঙ্গে বিচ্ছেদ ঘটার পর প্লেবয় ম্যাগাজিনের প্রচ্ছদে নগ্ন হয়ে উপস্থিত হয়েছিলেন। প্রচ্ছদের পাশাপাশি ভেতরের বেশ কয়েকটি পৃষ্ঠাতেও তার গা-খোলা ছবি ছিল। সেভিয়েত ইউনিয়নের দু’বার অলিম্পিক চ্যাম্পিয়ন সাবেক আইস হকি খেলোয়াড় আলেকজান্ডার কোজহেভনিকোভার মেয়ে মারিয়া এর আগে ‘লাভ স্টোরি’ নামের একটি গ্রুপের প্রধান গায়িকা হিসেবে কাজ করেছেন। শিক্ষার্থীদের জীবন নিয়ে নির্মিত ‘ইউনিভার্স’ নামের একটি টিভি সিরিজে যোগ দিয়ে অভিনেত্রী হিসেবে পরিচিত পেয়েছেন। সাবেক গোয়েন্দা এবং গ্ল্যামার আইকন অ্যানা চ্যাপম্যানের মতো মারিয়াও পুতিনের রাজনৈতিক দল ইউনাইটেড রাশিয়ার ইয়ং গার্ডের একজন সদস্য ছিলেন। সাইবেরিয়ার তুষারাবৃত তোমাস্কের নতুন এমপি নির্বাচিত হওয়ার পর মারিয়া বলেছেন, আমি প্রতিদিন যে সমস্যার সম্মুখীন হই, সেগুলো নিয়ে কথা বলার জন্য আমি এখন একটি প্লাটফর্ম পেয়েছি। নিজেকে মারিয়া একজন সাধারণ রাশিয়ান বলে দাবি করলেও মস্কোতে গুঞ্জন রয়েছে পুতিনের এক সহযোগীর সঙ্গে তার পরিবারের ঘনিষ্ঠতা রয়েছে। অভিনেত্রী থেকে রাজনৈতিক অঙ্গনে পদার্পণকারী মারিয়ার আসল উদ্দেশ্য ছিল ইউনাইটেড রাশিয়ার আরেক এমপি অ্যালিনা কাবেয়ার মতো জিমনাস্টিককে ক্যারিয়ার হিসেবে বেছে নেয়া। অ্যালিনাও রাশিয়ার ম্যাগাজিনে অর্ধনগ্ন হয়ে হাজির হয়েছেন। অলিম্পিকে রিদমিং জিমনাস্টিকে দু’বার স্বর্ণ জয়ী ২৮ বছরের কাবেয়ার সঙ্গে পুতিনের রোমান্টিক সম্পর্ক রয়েছে বলে গুঞ্জন রয়েছে। তবে পুতিন ও কাবেয়া দু’জনের পক্ষ থেকেই একে নিছক গুজব বলে উড়িয়ে দেয়া হয়েছে।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons