খবর চাউর হয়েছে, সৌন্দর্য ধরে রাখার জন্য হলিউড অভিনেত্রী জেনিফার অ্যানিস্টন নাকি অতীতে নিয়মিতই বোটক্স ইনজেকশন নিতেন। তবে বোটক্স নেয়ার বিষয়টি স্বীকার করলেও তা নিয়মিত ছিল না বলে দাবি করেছেন ৪২ বছর বয়সী এ অভিনেত্রী। এ প্রসঙ্গে অ্যানিস্টন বলেছেন, সবাই মনে করেন, আমি বোধহয় অনেক বেশি বোটক্স নিতাম। আদতে বিষয়টি মোটেও এমন নয়। বোটক্স নেয়ার কথা আমি অস্বীকার করবো না। অতীতে এই পথে হেঁটেছিলাম আমি। তবে সেটা আমার ত্বক সহ্য করেনি। বোটক্স নেয়ার পর যে কোন প্রসাধনী মাখলেই আমাকে কিম্ভূতকিমাকার দেখাতো। তাই এক সময় ছেড়ে দিয়েছি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন