বৃহস্পতিবার, ২২ ডিসেম্বর, ২০১১

 মধুচন্দ্রিমায় যুক্তরাষ্ট্রে যাচ্ছেন অপূর্ব

undefined
অভিনয়শিল্পী অপূর্ব এ বছর ১৪ জুলাই আবার বিয়ে করেন। কনে অদিতি—পড়াশোনা করছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। গত বুধবার সন্ধ্যায় বসুন্ধরা কনভেনশন সেন্টারে তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এখানে টিভি, চলচ্চিত্র এবং সংগীতভুবনের অনেকেই উপস্থিত হয়েছিলেন নতুন বর-কনেকে শুভেচ্ছা জানাতে। এর আগে সোমবার সন্ধ্যায় আয়োজন করা হয় বিয়ের অনুষ্ঠান।
বিয়ের পর অনুভূতি জানাতে গিয়ে গতকাল বৃহস্পতিবার অদিতি বললেন, ‘ভীষণ ভালো লাগছে। আমরা অনেক মজা করছি। ঘুরছি। আত্মীয়স্বজনদের বাসায় যাচ্ছি। অন্য রকম একটা আনন্দ হচ্ছে।’
আর অপূর্ব বললেন, ‘আগামী মাসখানেকের মধ্যে অদিতিকে নিয়ে যুক্তরাষ্ট্রে বেড়াতে যাচ্ছি। ভিসা-টিকিট সবই হয়ে গেছে। এখন শুধু সময়-সুযোগ করে বেরিয়ে পড়া। যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্যে আমাদের ঘনিষ্ঠ কয়েকজন আত্মীয় আছেন। তাঁদের ওখানে মাসখানেক থাকার ইচ্ছা আছে।’
অপূর্ব আগেই জানিয়েছিলেন, অদিতির পরিবারের সঙ্গে তাঁদের অনেক আগে থেকেই যোগাযোগ ছিল। আর বিয়ের সবকিছুই হয়েছে পারিবারিকভাবে। দেনমোহর ধার্য করা হয়েছিল ২০ লাখ টাকা।
গত বছর অভিনয়শিল্পী প্রভার সঙ্গে বিয়ে হয়েছিল অপূর্ব। পরে তাঁদের ছাড়াছাড়ি হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons