মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

নতুন প্রেমিক চেয়ে ঘোষণা!

undefined
ঘটনাটি বিস্মিত হওয়ার মতোই বটে। নতুন প্রেমিক প্রত্যাশা করে টেলিভিশন অনুষ্ঠানে ঘোষণা দিলেন এক সুন্দরী। তা-ও আবার অস্কারজয়ী অভিনেত্রী তিনি। ‘এখন আমি একা, একজন নতুন প্রেমিকের সন্ধান করছি’। সিএনএন’র একটি চ্যাট শো’তে এভাবেই নতুন প্রেমিকের জন্য সরাসরি ঘোষণা দিলেন অভিনেত্রী চার্লিজ থেরন। ‘প্রেমিকসন্ধানী’ এ নায়িকা জানান, তিনি একটি নতুন সম্পর্কের জন্য পুরোপুরিভাবে প্রস্তুত। তবে তিনি ভয় পান, কোন সম্পর্কই তার খামখেয়ালিপনার কারণে বেশি দিন টিকে না। সিএনএন’র ওই চ্যাট শো’তে ৩৬ বছর বয়সী থেরন আরও জানান, তিনি নতুন সম্পর্কের জন্য প্রস্তুত, বিয়ের জন্য নন। তিনি প্রেমিক চান, স্বামী না। উল্লেখ্য, এ বছরের শুরুতেই থেরনের সঙ্গে আইরিশ অভিনেতা স্টুয়ার্ট টাউনশেডের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায়। তবে, সে ব্যাপারে এখন আর কথা বলতে চান না ‘মনস্টার’ খ্যাত থেরন। এখন তিনি শুধু তার ভবিষ্যৎ প্রেমিকের অপেক্ষাতেই আছেন। mzamin

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons