রেকর্ড গড়লো প্লেবয়। হলিউড তারকা লিন্ডসে লোহনের নগ্ন ছবির বদৌলতে ‘প্লেবয়’ বিক্রির রেকর্ড পূর্বের যেকোনও সংখ্যার চেয়ে অনেক বেশি। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস, শিকাগো, নিউইয়র্ক ও আটলান্টার পত্রিকার দোকানগুলোতে দেখা গেছে প্লেবয়’র লোহান ইস্যু বাজারে আসা মাত্রই হু হু করে বিক্রি হয়ে গেছে। সংবাদ সংস্থা সিএনএন এমন সংবাদই দিয়েছে। ২৫ বছর বয়সী লোহান ১০ লাখ মার্কিন ডলারের বিনিময়ে প্লেবয় ম্যাগাজিনের জন্য নগ্ন হয়ে ছবি তুলতে সম্মত হন। লোহানের ছবিগুলো কিংবদন্তী হলিউড তারকা মেরিলিন মনরোর ভঙ্গিতে তোলা হয়েছে। মনরো মাত্র ৫০ ডলারের বিনিময়ে ১৯৫৩ সালে প্লেবয় ম্যাগাজিনের প্রথম সংখ্যার জন্য নগ্ন হয়ে ছবি তুলেছিলেন। প্লেবয় ম্যাগাজিনের সম্পাদক হিউ হেফনার টুইটারবার্তায় লিখেন, ‘লিন্সসে লোহানের জানুয়ারি- ফেব্রুয়ারি সংখ্যা বিক্রির রেকর্ড ভাঙছে।’
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন