রবিবার, ১১ ডিসেম্বর, ২০১১

একসঙ্গে ৪ সন্তান

সিলেটে একসঙ্গে চার পুত্রসন্তানের জন্ম দিয়েছেন এক নারী। অস্ত্রোপচার ছাড়াই জন্ম নেয়া শিশু চারটি এবং মা সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এ চার শিশুর জন্ম দেন কুলসুমা আক্তার (২০)। হাসপাতালের চিকিৎসক খোরশেদা হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘অপারেশন ছাড়া একসঙ্গে চার সন্তানের জন্ম একটি বিরল ঘটনা। মা ও নবজাতকরা সুস্থ আছেন।’ নবজাতকদের বাবা রেফুল মিয়া জানান, চিকিৎসকের পরামর্শে এক মাস আগে তার স্ত্রী কুলসুমাকে হাসপাতালে ভর্তি করান তিনি। ছয় মাস আগে কুলসুমার গর্ভে চারটি সন্তান রয়েছে বলে আলট্রাসনোগ্রাফি রিপোর্টে ধরা পড়ে। এরপর থেকে তিনি গাইনি বিশেষজ্ঞ ডা. হামিদা বেগমের তত্ত্বাবধানে ছিলেন। হবিগঞ্জের নবীগঞ্জ উপজলার পিটুয়া গ্রামের  রেফুল মিয়া একজন কৃষক এবং তার স্ত্রী কুলসুমা গৃহিণী। কুলসুমা বলেন, একসঙ্গে সুস্থ-সবল চারটি সন্তানের জন্ম দিয়ে তিনি বেশ খুশি। এই দম্পতির এক ছেলে ও এক মেয়ে ছিল। এখন তাদের সন্তানের সংখ্যা ছয়-এ দাঁড়ালো। সূত্র: বিডি নিউজ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons