মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১১

বাজারে আসছে লোহানের প্লেবয়! (ভিডিও)

আলোচনা বা বিতর্ক সব সময়ই সঙ্গী লিন্ডসে লোহানের। নানা খবরের জন্ম দিয়ে গণমাধ্যমের খবরের শিরোনাম হচ্ছেন হরহামেশাই। সর্বশেষ প্লেবয় ম্যাগাজিনে খোলামেলা পোজ দিয়ে আলোচনার ঝড় তুলেছেন এই মার্কিন অভিনেত্রী।
নতুন খবর হচ্ছে, প্লেবয়ে পোজ দেওয়া লোহানের কিছু ছবি অনলাইনে ফাঁস হয়েছে। এ কারণে প্লেবয়ের এ সংখ্যাটি আগেভাগেই বাজারে ছাড়তে যাচ্ছে কর্তৃপক্ষ। ম্যাগাজিনের প্রতিষ্ঠাতা হিউ হাফনার ঘোষণা দিয়েছেন, আগামী ১৬ জানুয়ারি বাজারে আসবে নতুন এ সংখ্যাটি।
প্লেবয়ের এ সংখ্যায় লোহান তাঁর আইডল মেরিলিন মনরোর মতোই কয়েকটি পোজ দিয়েছেন। মনরো ১৯৫৩ সালে প্লেবয়ের কভারগার্ল হয়ে বাজার মাতিয়েছিলেন। এ সংখ্যায় ১০ পৃষ্ঠাজুড়ে রয়েছে লোহানের খোলামেলা ছবি। পাশাপাশি রয়েছে তাঁর একটি সাক্ষাত্কার। এতে লোহানও স্বীকার করেছেন, ‘শেষ পর্যন্ত নিজের জন্য এবং আমাদের কাজের জন্য আমরা নিজেরাই দায়ী।’
মদ্যপ অবস্থায় গাড়ি চালানো, মাদক বহন এবং চুরির ঘটনায় ক্যারিয়ার নিয়ে শঙ্কার মুখে পড়েছেন লোহান। পুলিশ, আইন-আদালত সামলাতে তাঁকে বিপুল অর্থ গুনতে হচ্ছে। প্লেবয়ে খোলামেলা ছবি বিক্রি করে তিনি কিছু অর্থ উসুল করে নিচ্ছেন বলে গণমাধ্যমের খবরে বলা হয়েছে। রয়টার্স।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons