
বিয়ে করেছেন অথচ স্ত্রীর সঙ্গে বছরের পর বছর কোন শারীরিক সম্পর্ক নেই! এমন অভিযোগে এবার ফ্রান্সের একটি আদালত এক ব্যক্তিকে ১০,০০০ ইউরো জরিমানা করেছে। ওই জরিমানার অর্থ তুলে দেয়া হবে তার স্ত্রীর হাতে। এ অর্থ তার ক্ষতিপূরণের জন্য। গতকাল এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি। এতে আরও বলা হয়েছে, ওই দম্পতির ২০০৯ সালের জানুয়ারিতে বিচ্ছেদ হয়ে গেছে। তাদের বিয়ে হয়েছিল ১৯৮৬ সালে। বর্তমানে তাদের বয়স দু’জনেরই ৫১ বছর করে। কিন্তু বিচ্ছেদের আগে স্ত্রীর প্রতি যথাযথ দায়িত্ব পালন করেননি ওই স্বামী। এ নিয়ে আদালতে মামলা হয়েছিল। সেই মামলার রায় হয়েছে গত মে মাসে। কিন্তু তা এতদিন গোপন ছিল। মঙ্গলবার তা প্রকাশ করে দিয়েছে গেজেট দু প্যারাইস জুডিশিয়াল রিভিউ। তাতে বলা হয়েছে, ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর আইক্সয়েন প্রভিন্স শহরের একটি আপিল আদালত আগের সিদ্ধান্তই বহাল রাখে। তাতে বলা হয়, বিয়ের পর স্ত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক না রাখায় ওই স্বামীকে ওই জরিমানা করা হলো। আদালত তার রায়ে বলেছেন, তার স্ত্রী শারীরিক সম্পর্কহীন সংসার করেছেন। এতে তিনি মানসিকভাবে যে যন্ত্রণা ভোগ করেছেন তার তিনি ক্ষতিপূরণ পেতেই পারেন। তার দাবি বৈধ। বিবাহিত দম্পতির মধ্যে শারীরিক সম্পর্ক থাকাটাই বিধান। এ দায়িত্ব পালন করা প্রতিটি মানুষের অবশ্যই কর্তব্য। তবে আদালতে ওই স্বামী দাবি করেন, তিনি শারীরিকভাবে অসুস্থ ছিলেন। দীর্ঘ সময় কাজ করতেন। এতে তিনি ভীষণ ক্লান্ত থাকতেন। তাই তিনি স্ত্রীর চাহিদার দিকে মোটেও খেয়াল দিতে পারতেন না। তার এ দাবি আদালত প্রত্যাখ্যান করেছে। আদালত রায়ে বলেছে, তারা ওই ব্যক্তির শরীরে এমন কোন সমস্যা খুঁজে পায়নি, যার জন্য তিনি স্ত্রীর সঙ্গে সম্পর্ক রাখতে পারবেন না।
মানবজমিন ডেস্ক:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন