ভারতের সেই পুনেতেই যৌন ব্যবসা চালানোর দায়ে এক মারাঠি অভিনেত্রীকে আটক করেছে পুলিশ। তার নাম পদ্মজা বিশ্বনাথ বাপাত (৫২)। এ সময়ে আটক করা হয়েছে আরও ২ নারীকে। তাদের একজনের বয়স ২৮ বছর। অন্যজনের ৩০ বছর। অভিযোগ রয়েছে অভিনেত্রী পদ্মজা ৪ বছর ধরে এ ব্যবসায় নিয়োজিত রয়েছেন। তিনি খদ্দেরদের কাছ থেকে ৪০০০ থেকে ৫০০০ রুপি পর্যন্ত ফি নিয়ে থাকেন। তাকে পুলিশের সামাজিক নিরাপত্তা সেল (এসএসসি) কোন্ধওয়ার এনআইবিএম রোডের অরর্কিড প্যালেস থেকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে বেশ কয়েকটি ধারায় মামলা হয়েছে। পুলিশ বলেছে, মারাঠি থিয়েটার অভিনেত্রী পদ্মজা কোন্ধওয়া এলাকায় এনআইবিএম রোডে তার নিজস্ব বাংলো বাড়িতে ওই যৌন ব্যবসার ফাঁদ পেতেছিলেন। এ বিষয়ে তথ্য পেয়ে তার বাড়িতে পুলিশ হানা দেয়। এ সময় যৌন ব্যবসায় জড়িত থাকা ২ নারীকে ওই বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে। পদ্মজা’র আসল বাড়ি কোহ্লাপুরে। তিনি ২০০৪ সালে স্বামীর সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পর পুনেতে চলে যান। পুলিশ বলেছে, তিনি বেশ কিছু মারাঠি নাটকে অভিনয় করেছেন। এছাড়া মারাঠি কিছু ছবিতেও অভিনয় করেছেন তিনি। উল্লেখ্য, গত সপ্তাহে পুনেতে আরও এক অভিনেত্রী আটক হন। মানবজমিন ডেস্ক:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন