মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

জোলির বিরুদ্ধে সাংবাদিকের মামলা

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্র পরিচালনায় অভিষেক ঘটেছে এঞ্জেলিনা জোলির। তবে শুরতেই ঝামলোয় পরে গেছেন তিনি। সম্প্রতি ক্রোয়েশিয়ান এক সাংবাদিক ছবির গল্প চুরি করার অভিযোগে মামলা ঠুকে দিয়েছেন জোলির বিরুদ্ধে। খবর টাইমস অফ ইন্ডিয়া’র।

জেমস জে ব্র্যাডক নামের ঐ সাংবাদিক দাবী করেছেন, ‘২০০৭ সালে আমার লেখা একটি আর্টিকেল প্রকাশিত হয়েছিলো। ঐ আর্টিকেলের বিষয়বস্তু নিয়েই জোলির রচনা ও পরিচালনায় ‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি নির্মাণ করা হয়েছে।’

‘ইন দ্য ল্যান্ড অফ ব্লাড অ্যান্ড হানি’ ছবিটি মার্কিন যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে ২৩ ডিসেম্বর। বসনিয়ান যুদ্ধের প্রেক্ষাপটে আইয়া নামের একজন মুসলিম নারীর প্রেমকাহিনী তুলে ধরা হয়েছে ছবিটিতে।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons