মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০১১

কোকেনসহ গ্রেফতার হলেন ব্রুক মুলার

কোকেন বহনের অভিযোগে সম্প্রতি গ্রেফতার করা হয়েছে হলিউডি অভিনেত্রী ব্রুক মুলারকে। খবর পিটিআই- এর।

কোকেনসহ গ্রেফতার হওয়াটা ব্রুকের জন্য মোটেও নতুন কোনো বিষয় নয়। এর আগে ২০০১ সালে তিনি কোকেন বহনের অভিযোগে ফ্লোরিডায় গ্রেফতার হয়েছিলেন। তবে কোকেন সেবন না করায় সেবার খুব দ্রুতই ছাড়া পেয়ে গিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, মাদকে জর্জরিত আরেক হলিউডি তারকা চার্লি শিনের সঙ্গে ব্রুকের বিচ্ছেদ হয়ে গেছে ২০০৯ সালে। চলতি বছর বেশ কয়েকবারই মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তি হয়েছেন ব্রুক।




বিডিনিউজটোয়েন্টিফোরডটকম

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons