ি
সম্প্রতি এক টুইটার বার্তায় বর্ষীয়ান বলিউডি অভিনেতা দীলিপ কুমার লিখেছেন, ‘অস্কার জেতার যোগ্যতা রাখেন বিগ বি।’ নিজের রোল মডেলের কাছ থেকে এমন প্রশংসাবাক্য শুনে যার পর নাই উচ্ছ্বসিত অমিতাভ বচ্চন। খবর পিটিআই- এর।এ প্রসঙ্গে বিগবি.বিগআড্ডা ব্লগে অমিতাভ লিখেছেন, ‘দীলিপ কুমারকে প্রথম যেদিন সেলুলয়েডে আবিষ্কার করেছিলাম, সেদিন থেকেই তাকে আমার রোল মডেল হিসেবে মেনে নিয়েছিলাম। আজ তিনি আমার সম্পর্কে যে মন্তব্য করেছেন, এরপর আমার আর কিছুই চাওয়া নেই। তার এই মন্তব্যের মধ্য দিয়ে আমার ৪২ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার পূর্ণতা পেয়ে গেছে।’
উল্লেখ্য, চলতি মাসের ১১ তারিখে নিজের ৮৯তম জন্মদিনে টুইটারে যোগ দিয়েছেন দীলিপ কুমার। সম্প্রতি এক টুইটার বার্তায় অমিতাভ সম্পর্কে তিনি লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, অস্কার জেতার যোগ্যতা রাখেন এমন একজন ভারতীয় অভিনেতার নাম উল্লেখ করলে সবার আগে অমিতাভ বচ্চনের নামই আসবে।’
দীলিপ কুমার আরো লিখেছেন, ‘বিশেষ করে ‘ব্ল্যাক’ ছবিতে বিগ বি’র অভিনয়নৈপূণ্য আমাকে মুগ্ধ করেছে। ছবিটির অস্কার মনোনয়ন না পাওয়াটা খুবই দুঃখজনক।’
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/




৫:০৩ PM
Akashnill
Posted in:
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন