দুবাইতে এক পিজ্জা ডেলিভারি বয় গোপনে দুই মহিলার বিবস্ত্র গোসলের দৃশ্য ভিডিও করেছে। এ কে (৩১) নামের ফিলিপাইনি ডেলিভারি বয় এয়ারকন্ডিশন সিস্টেমের ওপর গোপনে তার ব্ল্যাকবেরি মোবাইলের ক্যামেরা ওপেন করে রেখে দেয়, যাতে এম কে (৩৫) ও আর এল (২৮) নামক দুই মহিলার বিবস্ত্র গোসলের দৃশ্য রেকর্ড হয়। ক্যামেরা দেখে আর এলের সন্দেহ হলে নামিয়ে এনে দেখে ৫০ মিনিট স্থায়ী ভিডিওতে তাদের দু’জনের বিবস্ত্র গোসলের দৃশ্য ধারণ করা। তারা পুলিশে অভিযোগ করার পর তাকে গ্রেপ্তার করা হয়। এ কে আদালতে তার অপরাধ স্বীকার করে নেয় এবং আর কখনও এমন করবে না বলে শপথ করে। আগামী ৫ই ডিসেম্বর রায় ঘোষণা করবেন বিচারক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন