মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০১১

মুম্বইয়ে পতিতালয় উচ্ছেদ

ভারতের মুম্বইয়ে এক পতিতালয় উচ্ছেদ করা হয়েছে। সেখান থেকে ১৩ জন দালাল ও ২০ জন পতিতাকে ১৬টি মোবাইল ফোন ও নগদ অর্থসহ আটক করা হয়েছে। স্থানীয় পুলিশের সামাজিক সেবা বিভাগের লোকেরা গত শনিবার শহরের মহাদা কলোনির এ পতিতালয়টিতে অভিযান চালিয়ে উচ্ছেদ করে। কলোনির চারটি বাংলোকে ঘিরে গড়ে ওঠা এ পতিতালয়ে অভিযানকালে ভারসোভা থানার কনস্টেবল অরবিন্দ কদমকেও দালালদের কক্ষ থেকে আটক করা হয়েছে। ৬ মাস ধরে চলতে থাকা এ পতিতালয় থেকে মেয়েদের বিভিন্ন জায়গায় খদ্দেরের কাছে পাঠানো হতো বলে পুলিশের উপ-কমিশনার প্রতাপ ডিগাবকার জানিয়েছেন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons