বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০১১

মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় পুরো পরিবার এসিডদগ্ধ

আফগানিস্তানে এক মেয়েকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার পিতাসহ পরিবারের সবাইকে এসিডদগ্ধ করেছে এক জঙ্গি যুবক। এসিডদগ্ধ বাবা ও তার বড় মেয়ের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। দেশটির উত্তরাঞ্চলের কুন্দুসের অধিবাসী পরিবারটি জানায়, অনেক দিন ধরে স্থানীয় এক জঙ্গি আরবাকিস তার সঙ্গে মমতাজকে (১৮) বিয়ে দিতে প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু মমতাজের চেয়ে বয়সে অনেক বড় ওই জঙ্গির সঙ্গে তার বিয়ে দিতে রাজি হননি পিতা। এতে ওই জঙ্গি ক্ষিপ্ত হয়ে গত বুধবার সকালে দরজা ভেঙে ঘরে ঢুকে মমতাজের পিতাকে পিটিয়ে তার মা ও তিন বোনের মুখে এসিড ঢেলে দেয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Design by Wordpress Theme | Bloggerized by Free Blogger Templates | JCPenney Coupons